কে তুমি অলীক নারী
আমাকে নির্বাসন দেবে বলে
ভালবেসেছিলে অন্ধের মত
এ দেহকে স্পর্শ করেছিলে ভালোবাসা কাঙালের মত।
যে কটি চুম্বন তুমি দিয়েছিলে
আমার স্মৃতিতে তা স্বচ্ছ তারার মত প্রজ্বলিত।
অরণ্যের মত ঝড় তোলে আমার শরীরে জল আর জঙ্গলের।
কে তুমি অলীক নারী
তোমার কোমল হাত ছুঁয়েছিল আমার অবয়ব।
তোমার ঠোঁটে লেগে থাকা পরাগ ছুঁয়েছিল ভাঙা ভাঙা মেঘ।
মেঘেদের গায়ে আজ নেই কোন উত্তাপ।
শুধু লেগেছিল মৃদু হিমের মত মিথ্যে একটা আশ্বাস...
কদমফুলের বিষাদে গেঁথেছিলে যে কথামালা
সময়ের কাছে নতজানু তোমার ভালোবাসা।
শুধুই দুচোখে তোমার স্রোতের মত প্রবাহিত অনুতাপ।
তুমিই কি আমার অলীক নারী?
দাঁড়িয়ে থাকো আমার কবিতার পাশে
ছুঁয়ে যাও শেষবার পোড়া অভিমান।