বহুদিন যত্ন করে রাখা আমার চালাঘরখানা
তোমাকে দিয়ে যাব।
দানপত্র করে দিয়ে যেতে চাই।
আমার এ টালির ঘরে
শ্রাবনের বৃষ্টি নামে আজও ঝমঝম।
নিঝুম সন্ধ্যায় জোনাকিরা দেবে আলো
তুলসীর মঞ্চ ঘিরে তুমি প্রদীপ জ্বালাবে।
পুকুরের পাড় ঘিরে আম কাঁঠালের বাগান।
সজল এলোচুলে তুমি খেলবে হোলি প্রতিবার।
তোমার কণ্ঠে আমিও শুনব মাধবের গান।
দক্ষিনের কোন বেয়ে এখনও বেড়ায় ভেসে
তোমার হরিন চোখের চাওয়া।
আমি কি দিব্যি দিয়ে বলতে পারি আমি তোমার কানাই?
বহু যত্ন করে রাখা আমার এই চালাঘরখানা
তোমাকে দিয়ে যেতে চাই—
আমার এই দানপত্র স্পর্শ করে খুঁজে নাও অর্থ জীবনের।