ভুল যদি হয় হোক না।
তোমাকে ভালোবাসা যদি ভুল হয়,
তাহলে তোমার দৃষ্টি জুড়ে এলোমেলো উড়ে যাওয়া।
নিজের ভেতরে পুড়ে খাক হওয়া।
মনে পড়ে তোমার উঠোন ছুঁয়ে থাকা দুঃখনদীটির কথা।
যার দুকূলে প্রতি পদে বাঁধা পাওয়া আমার ব্যর্থ মনস্কাম।
নিজেকে মথিত করে হৃদয় থেকে দৃষ্টি খুলে নিয়ে
ছুঁড়ে দিয়েছি তোমার দিকে —
যদি খুঁজে পাই কোন অধিকন্তু পথ।
আমি বুঝে গেছি তোমার জীবনে প্রবেশের মুল্য।
তোমার পেটে জন্ম নেবে যে আমার পাখিটি
তোমাকে দিতে পেরেছি কি সেই সংবাদ?
সংসার সংসার করে পড়ে আছি সংসার ধর্মের নীচে।
হাজারও কাজের পদে পদে বাঁধা উচ্ছলতা ধেয়ে আসে
শরীর জুড়ে  জোয়ার শুধু জোয়ার।
অথচ এ যৌবনে জমে আছে পরতে পরতে দুঃখরূপ
অনর্থের অবিশ্বাসী হাওয়া।
এখনও কেউ কেউ বলে –
আমি সেই পথ হাঁটি, ভোগ করি চির পাপীদের।
আমি তাদের উৎসাহ দান করি।
সংসার ধর্মের পথ দিয়ে হেঁটে যায় যারা,
দুর্দৈব দশা কেটেছে কি কোনদিন?
বয়সের ভারে স্থানু হয়ে বসি
আমি লিখি বারুদহীন নিভে আসা
সময়ের ভাগ্যলিপি