আমি একটা চাঁদ চাই যে আমাকে আলো দেবে
আমি একটা হৃদয় চাই যে আমাকে কষ্টে সাথ দেবে।
আমি মথের মত আগুনে পুড়ে যেতে চাই,
আর কতদিন দুঃখকে বুকে নিয়ে
বেদনায় টইটম্বুর হয়ে থাকি।
হে প্রিয়তমা
আমার কষ্টের জন্য তোমার সমবেদনা,
দেখি মোমবাতির আলোয় কাঁপা তোমার মুখ।
তোমার বিমর্ষতা ছুঁয়ে আছে আমার দুঃখের কারন।
আমি বলতে পারিনি কিছুই, থেকে গেছি বৃষ্টির মত নির্বাক।
চাঁদ দাঁড়িয়ে আছে জলের গভীরে।
তাই শব্দহীন আমি জেগে আছি।
সময় বয়ে যায়, এ হৃদয় সব ভুলের জন্য ক্ষমা চাই না।
নিজেকে অনুতপ্ত ভাবছি না আর
যদি আমাকে কিছু বলতে হয় তাহলে বলব
কথার মধ্য বার্তার মধ্যে
আমাকে দাও সহজতম ছাড়পত্র...