অন্ধকারের ছদ্মবেশে
ছিল না কোন রশ্মির আনাগোনা।
শুধু আমি পথ হারাই—
আমার অবচেতন থেকে চৈতন্যে
উড়ে বেড়ায় অবাধ বৃত্তিহীন তোমার ভালোবাসার শঙ্খচিল।
তোমার প্রনয়ে বিশ্বাস রাখি বলে
ছুঁয়ে থাকি পৃথিবীর সব ভালবাসাটুকু।
তোমার দিগন্ত জুড়ে মহত্বের প্রশ্রয়।
নৈঃশব্দ যেমন গাঢ় হয় রাত্রির অন্ধকারে
তেমনই কি আমরা নিবিড় হয়েছি কোনকালে?
নিজের সঙ্গে, তোমার সঙ্গে।
নিজেকে খুঁড়ে খুঁড়ে কি তুলে আনতে পেরেছি
খনিগর্ভ থেকে অমূল্য রতন?
এ জীবনে কি থেকে যাবে অপূর্ণ অমরত্বের স্বাদ?
সম্পর্কের অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে যেন
আমিও পুড়ে গেলাম অনুযোগহীন।
আমাদের ভালোবাসার যাত্রাপথ জুড়ে ছিল অস্থায়ী নদী।
তবে কেন এত অপচয় সময়ের, এত আয়োজন উঞ্ছবৃত্তির?
ট্রেনের জানালায় চোখ রাখি
দৃষ্টিপথে শুধুই শুন্য মেঘের ছায়া।
সম্পৃক্ত হয়েছে কি আমাদের নিবিড় ভালোবাসা?