গোটা একটা নক্ষত্রজীবন..
কেমন করে কেটে গেল লালদীঘির শুনশান মোড়ে।
সে ছিল এক সময়
সায়নীর আগুন চোখে চোখ রেখে
বাড়িয়ে তুলেছিলাম মনের আকুলতা।
জীবনভর নিজেকে জ্বালিয়ে জ্বালিয়ে
মুঠো মুঠো আলোয় ফুটিয়ে তুলেছিলাম
আমাদের রৌদ্রময় দিন যাপনের ইচ্ছাগুলো।
সায়নী
সে ছিল এক সময়
সমন্তরাল আদররেখায় ভাবো এক অলীক সাম্পান।
কত সঙ্গমের ছবি আঁকো জলরঙে।
কত আবেগ উন্মাদে ঝেড়ে ফেলো শারীরিক ক্লেদ।
নরম দুহাতে প্রিয় সময়ের এক কোনে আঁকড়ে
ধরো আমার বুক।
পর্নিত গাছের মত তোমারও শিরহন জাগে।
গোপনে খসে পড়ে বল্কল।
আজও দেখি লালমাটির আকাশে একফালি চাঁদ ওঠে।
পুষ্পকাল কবে চলে গেছে তবুও আমি
যযাতির যাচনা নিয়ে আজও বসে আছি
লালদীঘির শুনশান মোড়ে।