যে কোনোদিন মুখ তুলে তাকায় নি
যে কোনদিন বোতামের অর্গল খোলার আগে
প্রকাশ্যে আসেনি আমার সামনে।
আমি লিখে রাখি তার সব কিছু
আমার প্রাচীন নোটবুকে।
দুরে উন্মাদ আঁধারে বাউল হাওয়ায়
ভেসে আসে তার করুন কান্নার শব্দ।
যার ঠোঁট রক্ত মুছে দিয়েছিল একদিন ভালোবাসা দিয়ে
সে কি জানে নি যৌবন কাকে বলে?
কতটা সঞ্চিত হলে পূর্ণ হয় জীবন?
একদিন তো শিখিয়েছিলে প্রতিশ্রুতি স্থাপন
আমার চোখে চোখ রেখে ভরিয়েছিলে নদীর দুকূল।
পায়ে পায়ে হেঁটেছিলে জীবনের কিছুটা সময়।
মাঝ রাতে ডেকে ওঠে তীব্র বিষাদের সুর
শুন্যতার হাত ধরে আমার ঘরে ঢোকে থই থই অন্ধকার।
তন্ন তন্ন করে খুঁজি তাকে রাঙামাটির শহর ও প্রান্তর।
অচেনা গলির মোড়ে সন্ধ্যে ভিড় করে
পাতলা কুয়াশার চাদর সরিয়ে আমি অন্ধকার লিখি।
হারিয়ে যাওয়া আমার উৎফুল্ল স্বপ্নছায়া...