আজ তুমি যাকে ভালোবাসো
উলোঝুলো বাউণ্ডুলে প্রেমিক তোমার –
তাকে তো তুমিই ছেড়ে চলে যাবে একদিন।
রাতের গভীরে জীর্ন পাতায় শুকনো কাঠে যে আগুন জ্বলে
তোমার মনে সেই ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাত।
কণ্ঠ ছাপিয়ে কান্না উঠছে, কান্না শুকিয়ে রাগ।
হিংসা থেকে হননেচ্ছা?
প্রতিশোধের আগুনে তুমি ছাই।
একটি অভিশপ্ত জীবন উপহার দিয়ে
তুমি ছেড়ে যাচ্ছো ভুবনডাঙ্গার মাঠ, কোপাই নদী
এতদিনের জ্যোৎস্নাযাপন, নির্জন পথ
আর এতদিনের পাগলামীর ইতিবৃত্ত?
কখনও কি ভেবেছিলে
হিংসার মধ্যেও ভালোবাসা আছে।
এই শুনশান পৃথিবীর সুষুপ্তির গভীরেও আছে এক নির্মল সকাল।
তুমুল ভালোবাসার কথা ভাবো
সুগন্ধী হাওয়ায় ছড়িয়ে দাও ভালোবাসার গান...