নিজেকে নিঃসঙ্গ মনে হয়েছে বার বার
নিশিতে পাওয়া কোন নাবিকের মত
যেন ভূতগ্রস্ত এক অভিযাত্রী আমি।
ম্লান মুখে চেয়ে থাকি ভোরের শুকতারার দিকে
কুয়াশার চাদর সরিয়ে খুঁজি সকাল।
আবছায়া দিন থেকে রাত্রিমুখী এ কোন্ অভিসার?
তবুও তো মনে পড়ে
হারিয়ে যাওয়া বন্ধু আমার।
মাধ্যমিকের পর, গ্রাম থেকে শহর, গ্রাজুয়েশনের পর।
আমার যাপনজুড়ে সে ছিল আমার অহংকার।
আমি পায়ে পায়ে হেঁটেছি – এক বনভুমি থেকে অন্য বনভুমির দিকে।
নিরন্তর হেঁটে চলার শেষ নেই।
কেউ কেউ বুঝি হারিয়ে যায় চিরতরে।
সেই রোদ্দুর থেকে, ঘাসের শিশির থেকে
এবং অপ্রকাশিত হতাশাসমূহের ধুসর থেকে
আমি কুড়িয়ে নিয়েছি তার ব্যর্থ কবিতা।
ফেসবুকে তার দেখা মেলেনা। সে থাকে না হ্যোয়াটস্আপে।
আসলে আমাদের বাস্তব জীবন এক নির্বাসন।
দিগন্তে বিন্দুর মত ফুটে ওঠা তারা।
শুধু ফুলেদের ফুটে ওঠা ও ঝরে পড়া সমবেত...