তুমিই তো কেড়ে নিলে চোখের ঘুম
পায়ে পায়ে অন্ধকার নিয়ে বাতাসে ঘর বাঁধি।
উৎসব প্রান্তে রাখি তোমার নাম।
আসলে হাওয়া নয় তোমার দৃষ্টি শুধু আমাকে কাঁপায়।
যেই ভাবি তুমি আসবে কাছে —
কাছে এলে ক্ষমা আসে, বিকেলে বিকেলে তোমাকে হারায়..
হাওয়ায় বাড়ীর দেওয়াল ভেঙ্গেছে চাঁদ।
পাশ দিয়ে বয়ে যাওয়া নদী কানে কানে বলে তোমার নাম।
মৃত্যুময় চৌখুপী ঘর আনন্দকাতর জিজ্ঞাসায় বিষণ্ণ
- প্রেমে ও বিশাসে, আচরনে ও প্রলোভনে।
তোমার কি কিছু হারাবার আছে?
নিষাদের তীক্ষ্ণ চোখ কি তোমাকে ভাবায়?
দুঃসহ এই নির্ঘুম রাত কবে শেষ হবে?
শিমুল পলাশের বনে আঁধার ঘনায় তোমার মুগ্ধতার নীচে।
নির্জনতার বাতাবরণ খুলে অকস্মাৎ বৃষ্টি নামে
তোমার প্রণয়ের উপকূলে...