রাত জেগে বসে থাকি
নিষাদের তীক্ষ্ণ চোখ নিয়ে চেয়ে দেখি তোমার মুখ।
যেন শিশিরে ভেজা তোমার মুখ।
জমাট মেঘের ঘনঘটা তোমার আকাশে।
অন্ধকারে ফুটে ওঠে বিদ্যুৎ ঝিলিকের মত
স্পষ্ট প্রতীয়মান কিছু ছাপ।
ক্রোধ, প্রতিশোধ, ঘৃণা ও দ্বেষে ভরা তোমার শরীর।
ঠোঁটের করুন ভাঁজে উচ্ছিষ্টের মত হাঁসি।
কার প্রতি তোমার এই ক্রোধ?
এই করুন বিদ্বেষ?
তরঙ্গে তরঙ্গে বয়ে যাওয়া ছিপ ছিপে নদী
ঢুকে পড়ে তোমার সংসারে।
স্মৃতি নিয়ে যারা বাঁচে তারা জানে তোমার মরণ।
কখনও তারা চাইবে না তোমার ক্ষতি।
শুধু এক কুজ্ঝটিকা ভুলে ভরা মন।
পোকায় খাওয়া পাণ্ডুলিপির মত বিহ্বল তোমার মুখ।
ভালোবেসে তুমি ঋদ্ধ, আমার সারাজীবনের আলোকিত পথ।
শুভ্র সকালের এক অলঙ্করন।।