আমি বার বার জপি তার নাম
যার পরশ পেয়ে আমার সমস্ত শরীর
প্রার্থনায় নত হয়ে আসে।
বহতা নদীর মত আমার মন ছুঁয়ে থাকে
তার নিরন্তর স্তব্ধতাকে।
দীর্ঘ অসম রাত শেষ হয়ে এলে
পূর্বাপর ইতিহাস, সব কিছু ভুলে জেগে ওঠে মনে।
জ্যোৎস্নার আড়াল ভেঙে উঠে আসে যে বহতা
নিশ্চুপ জড়িয়ে ধরে, আমার বুকে কান পেতে শুনে
অঝোর ধারায় বৃষ্টি পতনের শব্দ...
আজও কি সেই মেয়ে স্বপ্নিল মায়ায়
অজয়ের জলে লাজুক নুপুর পায়ে হেঁটে যায়
নিবিড় চেতনার চুড়ায় আমার মনের
শূন্য থেকে শূন্যতায়।