তোমার ওষ্ঠের আর্দ্রতা সূর্যের চেয়েও হয়েছে খরসান দীপ্ত
আমার শূন্য হাতের মুঠোয় লুপ্ত নীরবতা আজ হয়েছে জাগ্রত।
আমার বালক বেলা থেকে যৌবন,
যৌবন থেকে আজ, আমাকে তুমি ঘিরে রেখেছ
ঘিরেছ সরস মুক্তাবিন্দুনীরে—
মনে পড়ে বাড়ি ফেরার পথে আমাদের বিকেলগুলো
হলুদ ফুলের মতই ফোটে।
তোমার পেছনে হাঁটতে হাঁটতে মনটা আমার ঝটফটিয়ে ওঠে।
যেই না ছোঁয়া পিছন থেকে তোমায়
অমনি এসে জড়িয়ে ধরে চুম্বন তুমি দাও।
কি নিষ্ঠুর অন্ধকার বাজপাখির মত
আমার বিকালটা এক নিমেষে উড়িয়ে নিয়ে গেল।
আমি দেখতে পাচ্ছি সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমের বাঁকে।
খুব গভীর নিঃশব্দ নিঃশ্বাসে ফুলে ফুলে ওঠে তোমার বুক ।
তোমার ঠোঁটের কোনে তখনও হাসির রেখা।
ঠিক কতবার ঝড়ো হাওয়ায়
তোমার ওড়না উড়েছিল আজ আর মনে নাই।
আমি অপলক চেয়ে থাকি ডুবে যাওয়া সূর্যের দিকে...
আপাতত এটাই ছিল আমাদের অনন্ত মুহুর্ত...।