নিদ্রাহীন ভোর হলে
জরায়ুর কারাগার ভেঙে জেগে ওঠো তুমি।
প্রতিটি সকালের আলোয় শব্দেরা আসে
এগিয়ে আসে তোমার স্বপ্নেরা।
লাব্যণের দশদিক জুড়ে তোমার ঠোঁটের
কিনারায় ফুটে ওঠে জলছবি।
কথার মধ্যে কথা বসিয়ে মুগ্ধতা ছড়ায় যে কবিতা,
তার নাভিতে মুখ রেখে উত্তাপ ছড়ায় ভালোবাসা সুখ।
তোমার ঠোঁটে বিস্ময়সূচক চিহ্নের মাঝে লেগে থাকে
বৃষ্টিফোঁটায় স্নাত অভিমান।
মিশ্র কলাবৃত্তের মত অনন্তকাল ছুঁয়ে থাকা এক সরলরেখা জুড়ে
ফুটে থাকা বসন্ত পলাশ।
রোদ আলোতে, মেঘলা দিনে, শীতের কাপনে, ঝোড়ো হাওয়ায়
তোমার ছায়াকে সঙ্গী করে,
প্রতিদিনের সুখ দুঃখকে সঙ্গী করে,
বনের ভেতর হেঁটে যায়
শুকনো পাতায় শব্দ তুলে এগিয়ে যায়।
কোন উন্মুক্ত হাওয়ার অহংকারে আমাকে ভাসিয়ে নিয়ে যাও
সরলরেখা ছাড়িয়ে...