তোমার বৃত্তকে সম্পূর্ণ করে উড়তে পারিনি কখনও
প্রতিটি বৃষ্টির রাতে ছিল প্রত্যাশার উৎসারিত ব্যাপক বিস্তার।
আমি সেই নদী পারে স্তব্ধ ছায়াতরু।
যার পাতা ছুঁয়ে কেঁদেছে নীরব উদাসীন হাওয়া।
তোমার মনে ছিল জারুলের বন,
শিকড়ে শিকড়ে কখনও কি টের পেয়েছিলে দীঘির গভীরতা?
যদিও স্বপ্নেরা আমার মরে গেছে বহুকাল।
তবুও স্বপ্নের বারান্দায় ঘোরাফেরা করি।
দু একটা ঠোঁট রাঙা পাখি উড়ে আসে যদি।
এরাই তো মনচোর একদিন ছিল গৃহ অভিমুখী।
ব্যস্ত শহরের শীতের প্রগাঢ় সন্ধ্যায় তোমার কথা ভাবি।
মনে কাঁপন ধরিয়ে শিষ দেয় ফেলে আসা আমার নির্জন অতীত।
শাখান্বিত সম্পর্কের জটিলতায় তোমার বুকের শব্দে প্রতিহত আমি শুনি সেই ধ্বনি
বিদ্যুৎ চমকের মত ছুটে যায় মল্লারপুর মেঘের ভেলায়।
সামান্য ঝড় জল কি করবে আমার!
আমি তোমার নিত্য বৃত্তে আরোগ্য প্রার্থনা নিয়ে এই বেঁচে থাকি।