আলোভরা মাঝরাতে হেঁটে যায় একা একা
শিয়ালদা উড়ালপুল ধরে সোজা।
মাঝে মাঝে মনে হয় এ জীবন কিছু নয়,
সারাটা জীবন শুধু ফাঁকি।
মনে পড়ে আজ ত্রিশ বছর আগে দেখা হয়েছিলো
আজ তোমার চুল পাকা পাকা
আমার কলপে ঢাকা, কালো চুলে মেকি স্টান্স।
কে কোথায় গেছি ভেসে এত কাল রাখি নি হিসাব।
কাগজের নৌকার মত দিনগুলো চলে যায় বেঠিকানায়।
চক্রব্যুহে অবরুদ্ধ বাতাসে দম বন্ধ হয়ে আসে বার বার।
তুমি একা নও আমিও বাঁচার জন্য
আয়ু কুড়াতে কুড়াতে একে একে বিলিয়ে দিতে পারি
মধ্যাহ্নের রোদ্দুর, অপরাহ্নের ছায়া।
জুড়ে দিতে পারি তোমার জন্মের সঙ্গে আমার মৃত্যু।
ছুঁড়ে ফেলো যত অবসাদ অজয়ের জলে
আমাদের ভালোবাসার শরীরে বাস করুক আমাদের ঈশ্বর।
আলোই হোক আমাদের উৎসকণা
আমাদের চির নবীনতা...