অসংখ্য বসন্ত অতীত হয়ে গেলেও
সবুজ মাঠসমূহ আগ্নেয় ফুল হয়ে ফুটে ওঠার আগে
এক বসন্ত আয়ু নিয়ে প্রতীক্ষায় থাকি
তোমার ঠোঁটের নোনতা স্বাদ নেব বলে।
বৃন্দাবনী মদন বাতাস কি সুর তোলে প্রানে?
শতসহস্রবার তুমি আমায় আঁচড়ালে, চুষলে, কামড়ালে
বিষদাঁতে আমি ফালা ফালা হলাম এক নিমেষে জমাট নীল।
আব্যক্ত অসহিষ্ণু আমার বিষাদ দহন প্রবণ।
জীবন পোড়াই যাপন পোড়াই অষ্টপ্রহর।
অথচ তুমিই দিয়েছিলে ঠাঁই এই পাঁচিল ঘেরা গৃহকোণ।
তুমিই তো চিনিয়েছিলে লালমলাটের বর্ণপরিচয়,
জীবনস্মৃতির নির্জন দুপুর।
তবুও সেই বিহ্বলতা শীতঘুম ভেঙে সারা রাত জাগায়।
কোজাগরী চাঁদের জোয়ারে ভেসে যেতে যেতে
উদাসীন আমি আছড়ে পড়ি তোমার বুকের ভেতর।
তোমাকে সাক্ষী রেখে আমি ডুবে যায় পরকীয়া প্রেমে।
চারিদিকে ছড়িয়ে থাকা উদ্বেগ আর অসূয়া নিয়ে
আলগা কর আমাদের সম্পর্কের বন্ধন।
কারন আজও আমি তোমার প্রেমিকা হতে পারি নি বলে...