তোমার বাড়ির পাশ দিয়ে গেলে
মনটা বড় অভিমানী হয়।
বাড়িকে প্রতীক্ষায় ফেলে রেখে তুমি চলে গেলে।
শুধু থেকে গেছে তার দোরগোড়ায় তোমার হাতের
আল্পনার ছাপ, নিষ্প্রদীপ তুলসীমঞ্চ।
রিক্ততার পরম বিষাদে মনে পড়ে তোমার খণ্ডিত স্মৃতি—
খোলা চুলে হাঁসেদের সাথে খুনসুটি।
যে চেনা পাখিগুলো এসে বসত তোমার বাড়ির কার্নিশে
আজও তারা আসে...
ঘর খোঁজে, গাছ খোঁজে, বাসা খোঁজে, তোমাকে খোঁজে।
আর আমি গাছ হয়ে ঠায় দাঁড়িয়ে থাকি তোমার বাড়ির সীমানায়।
শুকনো পাতা, ধূলো মাটির বুকফাটা দীর্ঘশ্বাস নিয়ে প্রতীক্ষায় আছি
নতুন সূর্য উঠবে তোমার বাড়ির মাথায়
দেব আমি বাতাসের মত আলো ঝলমল কিছু মুহূর্ত।