জোছনার প্রহর ভেঙে চুর চুর অনিবার্য জীবনে
দুঃস্বপ্নের পাহাড় পাথর হয়ে ধসে পড়ার আগে
রংরুট ভেবে আর একবার এসো।
কতকাল পর তৈরি হবে পাণ্ডুলিপি
হাতে হাত রেখে  ইতিহাস হবে
অস্ফুট কবিতার পঙক্তি দিয়ে
সাজিয়ে তুলব নৈবেদ্য।
আমার প্রিয় নারীর জন্য রেখেছি মর্মভেদী ভালোবাসার টান
ভালোবাসার বুক থেকে গোলাপ ঝরে গেলে
পড়ে থাকে শুধুই অনন্ত বিস্মরণ।
ধানের শিষ থেকে যদি জোনাকির আলো নিভে যায়
অন্ধকারে হারিয়ে যাওয়া মৃত জোনাকির মত আমিও এক অন্ধকার হব।
জেনেছো কি নিজের কাছে—
নদী তার চর ফেলে কখনও গিয়েছে সরে একাকী?
কথনের বিশেষ্য বিশেষণ এ হেন অদ্ভুত অব্যয় বাস করে পাশাপাশি।
স্বতঃস্ফূর্ত প্রেম ভালোবাসা তারাও তো বাস করে তোমার আজন্ম শরীরে।
উষ্ণতম রক্ত প্রবাহের প্রানপথে
যখন হেঁটে বেড়ায় অগীতল জীবনের প্রান্তরে।
উদ্ভিন্ন ভালোবাসার উপর এক চিলতে রোদ
তখন তোমার জানালায় শ্রাবণ বরষায়...