বুকের ভিতর দুর্মর আশা কুসুমতরু হয়ে থেকে গেছে
লাজুক জ্যোৎস্না পঙক্তি হয়ে জেগে ওঠে মনে
রাত্রির ভূমিকায় গাছের রহস্যছায়া আরও গভীর হয়।
ভাবতে ভাবতে মিথ্যা প্রশংসা ফুল হয়ে ফুটে ওঠে।
অথচ যে কথা বলব ভেবেছিলাম তা আজও বলা হল না।
শীতের কুয়াশা নিয়ে গল্প শুরু হতে না হতেই
শ্রাবনের বারিধারায় ভিজে যায় তোমার দু’ঠোঁট
তোমার নিঃসঙ্গ দু’ঠোঁট জুড়ে উচ্ছ্বসিত তপ্ত বালির উষ্ণতা।
অতৃপ্তির মত চৈত্রের হাওয়ায়
কৃষ্ণচূড়ার ডালে লাল ফুল ফুটিয়ে ডেকেছিলে
চলে যাওয়া বদরিকা পাখিদের।
ধমনীতে তখন তোমার বিস্ফোরণের বিষাদ প্রবাহ।
যে কথা বলার জন্য একদিন তুমি অসহিষ্ণু হয়েছিলে
যাকে তুমি বসিয়েছিলে নিজের ছায়াঘরে
যাকে আকন্দের মালা দিয়ে বাউল সাজাবে বলে
জেগেছিলে সারা দুপুর।।
সেই তুমি মায়াবী প্রতিশ্রুতি নিয়ে
কোজাগরী চাঁদের জোয়ারে পা রেখে হেঁটে গেলে বাউলের দেশে।
বৃষ্টির ফোঁটা মিশিয়ে দাও অজয়ের জলে।
তোমার অভিমানের না বলা কথার নিষিদ্ধ ভাসান..