ধোঁয়া ওঠা কাঁপে চুমুক দেয় সকাল দুপুর
ভোরের তারার মত জ্বলে ওঠে  সে
সহসা উত্তেজিত হয়ে ঠোঁট রাখে আমার ঠোঁটের উপর
সেই মেয়ে ...


কুয়াশা মাখা শীতে পাতা ঝরায়, বসন্তে অঙ্কুরোদগম হব বলে।
প্রেমের আগুনে অশ্রুপাত করে
জ্বলে ওঠে নিজের অজান্তে
ছারখার সম্পর্কের পাতাঝরা বিছানায়।
অনাগত আশঙ্কায় মিট মিট করে
অনাঘ্রাত চুম্বনের দাগটুকু নিয়ে বাতাসের দোর ঠেলে আজও
সেই মেয়ে....


মন্দিরে মন্দিরে বাজে শঙ্খধ্বনি
মসজিদে হয় ভোরের আজান
কত দূর অবধি ছিল তার বিস্তৃত প্রাণ?
প্রাণের উল্লাস।
বাঁচতে চায় রৌদ্র অনাগত বৃষ্টির সাথে উদাস মুদ্রায়।
ঈগলের ডানায় ঝরে করুনার রক্তাশ্রুপাত
আজও সেই মেয়ের...