এমন করে ডেকো না আমায়, যদি সাড়া দিতে না পারো
যদি কঠিন সত্যের কাছে হেরে যাও।
হেরে যাওয়ার কাছে এক মাদকতা আছে ভীষণ জেতার।
তোমার ভালোবাসায় ফিরে আসার গল্প আছে
যত দুরেই তুমি হাতছানি দাও, গল্প বলো ফিরে আসার
যেমন রাখাল বাজায় বাঁশি—
তোমার আকাশে তখন বর্ষার ইতিউতি।
প্রবল ঘ্রানের মধ্যে ডুবে যায় মাঠ, ঘাট প্রান্তর।
কখন যে ঢেউ ভাঙে টের পাও না
ঢেউ এর পর ঢেউ এলে উত্তাল হয় সমুদ্র, বাড়ে গভীরতা।
ঢেউ এর সঙ্গে কতদূর যাওয়া যায়, তীর থেকে দুরে বা কাছে?
জীবন থেকে দুরে যেতে যেতে জীবনের দিকে ফিরে দেখা
মন খারাপের বিকেলগুলো আঁকড়ে ধরে আবোলতাবোল বেঁচে থাকা।
তোমার ভালোবাসায় আগুন আছে, বৃষ্টি আছে, ছুঁয়ে থাকার দৃষ্টি আছে।
তোমার ভালোবাসায় উসকোখুসকো এক পাগল প্রেমিক আছে,
যে তোমার জীবনে অবিশ্রান্ত শ্রাবন আনে।
তোমার কাছে ভিজব বলে মেঘলা আকাশ আনে।
কোথাও যাওয়া হয় না বলে ঝাপিয়ে পড়ে তোমার কোলে।
বন্ধুর চোখে চোখ রেখে খুঁজে নেয় জীবনের আলতো পরিত্রাণ।