আমি জানি কিছু কথা ফিরে আসে বার বার
ফিসফাস প্ররোচনা গোপনে-কানেতে অনিবার।
তোমার আমার প্রণয়ের কথা...।
তোমাকেই চেয়ে চেয়ে নিরুদ্দেশে অপেক্ষায় থাকি
ফিরে আসি বার বার বানভাসি অজয়ের কোলে।
হেঁটে যায় তোমার চৌকাঠ ছুঁয়ে ভৈরবী স্নিগ্ধতায় মেঠো পথ দিয়ে।
দেখি আমি তোমার সদর দরজায় ঝুঁকে শুয়ে আছে মাধবী-সোহাগ
দুরু দুরু নির্ভার হাওয়ায় কেঁপে ওঠে আকর্ষের গান।
তুমি বলো ভিক্ষুক বাউল হাতে বাঁশি নিয়ে এই মুখর সময়ে
পথের পিপাসা বুকে, ঘটি পুটলি লাঠি কাঁধে যে মগ্নতায় যাকে
খুঁজছো সে কি আমি?
মনে মনে বলি... সায়নী জীবন মানে কি শুধু
নদীর পাড় জুড়ে জমে থাকা স্মৃতিকাতরতা।
আজ যদি জেগে ওঠে পুনরায় গাঢ় সংরাগ
রাতের কাজলে মুছে দেব সব শিরোনাম শিল্পিত সব আলপনা।