নিঃসঙ্গ প্রহর জুড়ে ছড়ায় রোদন
কি এত অব্যক্ত বেদনায় বিধ্বস্ত তুমি
শরবিদ্ধ পাখীর মত ছটফট করো।
খুঁজে ফেরে তোমার মন বিশ্বাসের অবারিত হাত
গাঢ় মানবিক স্বর...
সারাক্ষণ প্রানহীন ছুটে চলা
একা একা রক্তচিহ্নে দাঁড়িয়ে থাকা।
এখনও সেখানেই ঘর আছে, আগে যেখানে ঘর ছিল।
বারান্দা পার হয়ে উঠোন, উঠোনের পাশে পরাশ্রিত লতাগুল্ম..
তোমার দরজার আড়ালে অদৃশ্য আমি দাগ কেটে যায়
সে আমার ঢেউ..
হাতে হাত রেখে, শরীরে শরীর ছুঁয়ে খুজেছিলে কুমারীত্ব।
ফিরে পাওয়া অন্বেষণ।
মাঝে মাঝে ঘরে জ্বলে ওঠে কৃষ্ণময় আলো।
ছেঁড়া ক্যানভাসে চেয়ে দেখো প্রেমিকের অসমাপ্ত মুখ।
আগে তোমার অনুযোগ ছিল আজ সেখানে শুধুই বিরক্তি
জোনাকির ডানা থেকে রং মুছে নিয়ে
ধীরে ধীরে কুয়াশায় ডুবে যায় তোমার অপার্থিব প্রেম।