ঘুমের ভেতর জেগে জেগে কাতরতা
দহন করে তোমায়
ভাবো দহন পর্ব থেকে আরও কতদুর শিমুল পলাশ।
বিগত দিনের কথা ভেবে সারাক্ষণ প্রশ্নহীন ছুটে চলা
নিশীথের কান্নাগুলো মুহূর্তে মিলিয়ে যায়।
গৃহসুখে কতবার চোখে পড়ে হাহাকার
তবুও তো একা একা সংসার।
কে বোঝাল তোমায় দুঃখ তোমার মনে বাসা বেঁধে নেই
শুধু শোক স্তব্ধতার কথা ভেবে এদিক ওদিক খুঁজে ফেরো
    অন্তর্লীন মানুষের ঠিকানা।।
     কাজ শেষে আঁকাবাঁকা রাস্তার মোড়ে পা বাড়াও
    না বলতে পারা অবহেলার বর্ণমালা সাথে নিয়ে।
    এ যেন শস্যবিহীন মাঠের পাশে দাঁড়িয়ে স্মরনবিলাস।