এতদিন আমার বোধগম্য হয় নি
কতটা জায়গা জুড়ে ছিলে তুমি আমার একাকীত্ব নিয়ে।
সেগুন পাতা জানে...
হাওয়ার আড়ালে থাকে কতটা মর্মরতা।
তোমার লাজুক চোখে ঠিকরে পড়ে নিবেদিত আলো
দেখি তোমার অবয়বে কাঠিন্য অথবা তরলতা।
আমি তখন স্বাভিমানে তাকিয়ে থাকি
গভীর দীঘির মত কঠিন মনঃকষ্টে ভোগা
ব্যর্থ প্রেমে কামজ্বালা,আর অলক্ষ্যে ছুঁড়ে ফেলা চিতাভস্ম।
বিষাদ-পতঙ্গ ঝরে মাঠময়, শুকনো পাতাও ঝড়ে পড়ে উৎস গহীনে।
তবুও তোমার প্রতিটি ভোর জাগে নতুন প্রতিশ্রুতি নিয়ে।
সময়ক্ষণ নীরব নিজস্বতা ছিল তখন গোপন মুখরিত তুমি..
তোমার ইশ্বরহীন হাওয়ার শব্দে বয়স ঝরে পড়ে।
কত সহজ ছিল তোমার ওঠাবসায়, কত কাছে ছিলে আমার
দেখো দুরে জলের হাওয়ায় দুলছে তোমার মন
এমনটাই চেয়েছিলে তুমি সহযোগী কেউ যদি থাকে পাশে।
রঙে রসে হয়ে উঠবে বর্ণময় জীবন আপন গৌরবে।