ভাবনা থেকে ভাবনার ভিতর যেতে গিয়ে সময়ের বিবর্তনে
দ্রুত স্মৃতিগুলো পেরোতে পেরোতে খুঁজে পাও হারানো চৌকাঠ।
নিজেকে ফিটফাট রাখতে চেয়ে ভালোবাসার স্নায়ুপথে
ধ্বংস হয় তোমার ভাঙাচোরা পরিক্রমা।
কোথাও কি ভুল ছিল তোমার সাজানো কৌশলে?
তাসের উপর তাস সাজিয়ে গড়ে তুলো ঘর।
হেমন্তের বিষণ্ণ বিকালে দেখি
বারান্দায় তোমার ইতস্ততঃ পায়চারি
ঘরের ভেতর জমাট বাঁধা বরফের নিস্তব্ধতা।
বেডকভারের নকশার ভাঁজে জমতে থাকে কুয়াশা ফোঁটা ফোঁটা
ঝরাপাতার সবটুকু উত্তেজনা বুকে নিয়ে জীবনের হাঁটা পথে
যদি বসন্ত আসে, সেদিন জেনো ফিরবো আমি তোমার কাছে।
সময়ের সাথে তোমার অজান্তে মনের গভীরে...