শেষ কোন ছায়াপথে মেঘ করেছিলো—
ভেবে দেখো তুমি, শেষ কোন ট্রেনে ফিরে গিয়েছিলে—
মনে করে দেখো শেষ কবে চোখে চোখ রেখে ভাষা খুঁজেছিলে
তুমি বলেছিলে একদিন সব শেষ হয়ে যাবে, সব থেমে যাবে।
শ্রাবণ কি থামিয়ে দেবে তার চিরায়ত বর্ষণ।
মহুয়া কি ছড়াবে না তার মাতাল সুরভি?
পারো যদি এসো তুমি
অবিনাশী সময়ের বহমানতার অবকাশে
প্রয়াসী হই খুঁজে নিতে কিছুটা সময়।
যৌবনের প্রানসূর্য অস্তমিত তোমার
পরিনত বয়সে বইতে হবে সকল দুর্ভোগ।
তবে সকল দ্বিধা ঝেড়ে ফেলে—
পরিনত জীবনের গোধুলিবেলায়
উপভোগ করে নাও রূপসী যৌবন প্রনয়
সম্পর্কের সান্নিধ্য যদি পরিহার করো
বিবিক্ত জীবনে শুধু পাবে হতাশা আর ভয়।
অশ্রুজল দিয়ে মুছে ফেলো সব ব্যর্থতার দাগ
আমাদের প্রেম বেঁচে থাক সম্পর্কের কবিতায়...