আমার কাছে তোমার এ কেমন স্বীকারোক্তি
তুমি বেরিয়ে আসতে পারো নি পুষে রাখা অন্ধ ক্রোধ আর
অন্ধকার মনের কৃষ্ণগহ্বর থেকে।
পুরনো চিন্তারা সোঁদা গন্ধ হয়ে বসে গেছে তোমার ভেতর।
টের পাও তুমি তোমার ভেতর জ্বলে ধিকি ধিকি তুষের আগুন।
পড়ে থাকে পিছনে পার হয়ে আসা তোমার প্রেমের পোড়া তৃতীয় বার্ষিকী।
আমি অপেক্ষায় থাকি – আমরা ঘুরব পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে।
আসবে তুমি প্রস্ফুটিত এয়োতির মত শাখা সিন্দুর পরে।
তোমার গর্ভাশয়ে সাজিয়ে দেব কবিতা থরে থরে।
এতদিন পর আজ তুমি স্বীকারোক্তি দাও তোমার অগোছাল দুর্দশার।
জানালাহীন আকাশ থেকে দেখো মেঘ সন্ত্রাসের অন্তর্ঘাত।
শুরু হয় মেঘস্তরের ওলট পালট ।
প্রেমের দহনে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি দাও
'উষ্ণতার খোঁজে আজও উপোসী আমি।'
ভালোবাসার স্রোত বয় তোমার ভেতর...