আমি তোমার স্বপ্নেই বাঁচতে চেয়েছি
আমিও স্বপ্ন দেখি তোমার।
তাহলে ভেবে দেখো কে বেঁচে আছে আমার স্বপ্নের ভিতর।
দিনান্তে ভেজা বাতাসের স্বপ্ন কথায় আমার চারিপাশ ঘুমিয়ে পড়ে।
নিস্তরঙ্গ রাত্রির বুক চিরে আমি তারার কাছাকাছি চলে আসি।
আমি অনুভব করি তোমার হাতের উষ্ণতা। প্রতিটি শয্যায়।
সময় কিভাবে চলে যায় সময়ের বিবরে।
জীবন যাকে বলছো তুমি, তোমার কাছে সেটা কি মুহূর্তের মায়া।
তুমি জানো কোনখানে পজিশন নিলে জীবনে বৈচিত্র্য আসে।
প্রথম ইনিংস খেলতে নেমে এমন স্কোয়ার কাট মারলে
আমি মাঠের বাইরে। দর্শকের কাছাকাছি ফেন্সের ধারে।
তুমি আমায় দিলে স্বপ্নহীন ফাকা মাঠ, আর সেই ফাঁকা মাঠে ঈর্ষার
আগুনে আমাকে পুড়িয়ে খাক করতে চাও। তবে তাই করো নির্দ্বিধায়।
আমার বুকের মাঝে জমে থাকা কান্নাকে শেখায় তোমার গানের স্বরলিপি।
তাহলে তুমিই বলো ঈশ্বরী কে বেঁচে আছে আমার
স্বপ্নে তুমি না অন্য কেউ?