তোমার এই অতল কালো শুন্যের সামনে
আপাতত চলছে আমার সংগ্রাম তোমার ঠিকানার খোঁজে।
যেখানে আমি খুঁজে নেব লালমাটির গ্রাম, ব্রাহ্মনী নদীর পাশে
সোনাঝুরি জঙ্গল আর শালবনবীথি...
আমি তোমার ঠিকানা চেয়েছি বলে কে ছড়াল বিষাদ
তোমার বাড়ির পথে। শস্যরিক্ত মাঠ থেকে মরচের মত লাল
ধুলো ঝড়ে, ক্রমে গাঢ় হয়ে ওঠে আমার অমোঘ বেদনা।
চেনা পথ বার বার ভুল হয়।
তবুও আমি খুঁজে নেব তোমার ঠিকানা।
ঠিকানারও প্রাণ আছে জেনো গাছের মত।
না পাওয়া ঠিকানার এত জোর যে আমাকে আজ নিয়ে এসেছে
তোমার দৃষ্টির সামনে আচ্ছন্ন অসাড়।
মৃত প্রাণ কেঁদে ওঠে – তোমার কাছে পরিপূর্ণ হব বলে।
সারা জীবনব্যাপী অনুরণনের হাত ধরে আজ আমি লালমাটির দেশে।
পথ যে ভবিষ্যগামী। আমি পথ হেঁটে হেঁটে ক্লান্ত পথিক।
তোমার দিকচিহ্নে অফুরন্ত,উদ্দাম আমি।
আমি নই ঠিকানার খোঁজে পরাঙ্মুখ।