বেঁচে থাকার এই দুর্মর আকর্ষণ বুকে নিয়ে
নিষ্পলক চেয়ে থাকো দৃষ্টির সীমানা পেরিয়ে —
প্রজাপতি খেলা করে তোমার আঙিনায়।
দেখো তুমি – মন মাটি ছুঁয়ে বসন্ত এসেছে
গাছে গাছে ফুলে ফুলে পাতায় পাতায়
ফাগুনের আগুন রঙ চোখে নিয়ে
মেঘ ঠেলে ঠেলে নৈসর্গিক রোদ গায়ে মেখে
নৈবেদ্যের ডালা সাজাও কার জন্য?
কখনও কখনও আষাঢ়ের জল ভারে নত চোখে চোখ রাখি।
সেই চোখ ছুঁয়ে প্রেমস্নান করি, সেও এক মাঝবয়সী রমণী।
যার ভালোবাসা যাতনার বুকে জন্ম নেয় ভাবনা অশেষ।
এ আমাদের অহর্নিশ ঘটনা জীবনের।
হৃদয়ে প্রেমের ব্যাকুলতা নিয়ে,অহর্নিশ ভিজে ওঠে চোখের পাতা।
অর্চনার অবাধ পিপাসায়, শরীরে অদম্য অরন্যের শিরহন নিয়ে
মৃত্যুর আগে তুমি কার কথা ভাবো?