ভাবনা থেকে জন্ম নেয় যে ভালোবাসা
বুঝে নিও তোমার হৃদয় আকাশ ছুঁয়েছে।
অরন্য পাহাড় নদ-নদী গোটা প্রকৃতিই
যেন উঠে আসে তোমার রোমন্থনে।
কত রাগাশ্রয়ী সংলাপ...
আকাশের কোল বেয়ে তখন কুয়াশার ডানায়
ভর করে নেমে আসে বিন্দু বিন্দু শিশির
বিলম্বিত লয়ে এগিয়ে যাও।
এক হাতে জাপটে ধরো বুক, অন্য হাতে মেপে নাও
কোন নামহীন প্রেমিক হৃদয়ের অন্তহীন গভীরতা।
চরাচর জুড়ে রং বেরংয়ের খেলা
কপিতয় ভাবনা শাখা প্রশাখা মেলে বারবার ফিরে আসে,
কবেকার ফেলে আসা পুরানো অতীত।
সামনে এসে দেখো যৌবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে শুধু হতাশা
কি আর প্রাপ্তি এতে। যে হৃদয়ে প্রেম নেই
সেখানে শুধুই হতাশার আগুন...