সামসুজ জামান


মা আমার বাংলা মা রে
আমার মুখে তুই দিলি যে ভাষা।
সে আমার জীবন জুড়ে
জাগিয়ে দিল এগিয়ে চলার আশা।
সে ভাষা জাদুমাখা, বিশ্বসেরা বুলি,
সে আমায় কাঁদায়,হাসায়,ভরায় প্রাণের ঝুলি।
আমি যে ভালবাসি সে তো তার মিষ্টি সুরে,
যাবনা স্বর্গরাজ্যে,যাবনা তাকে ছেড়ে।
সে আমায় স্বপ্ন দেখায় নয় তা মোহভঙ্গের
তার রূপ বড়ই মধুর,শান্ত-স্নিগ্ধ খাসা।


সে আমায় আদর ক’রে প্রতিদিন কাছে টানে।
দুবেলা বেঁচে থাকি সে ভাষার মধুর গানে।


এ ভাষায় বললে কথা মনে পাই পরম তৃপ্তি।
এ ভাষা কমজোর নয়, এ ভাষার দারুণ দীপ্তি।


এ ভাষাকে করলে খাটো প্রয়োজনে দেব রে প্রান,
কতজন প্রাণ দিয়েছে রাখতে এ ভাষার মান।
মা রে তোর ভাষার গুণে পাই যে নতুন পথের দিশা।
---------