সামসুজ জামান    
যেদিন আমার দীপ নিভে যায়, সেদিন তোমার আলো,
জানিনা তুমি কেমন করে আমার মনে  জ্বালো ?
তখন আমি নীরব হয়ে শুধু তোমায়  দেখি,
দাঁড়িয়ে আছ আমার পাশে হঠাৎ তুমি একি !
সত্যি সত্যি এমনি আমায় বাসতে পার ভাল !


কী আছে তোমায় দেবার মত,কী ই বা গাব গান?
শক্তি কোথায় ,করব তোমার ভক্তি সুধা পান?
কেন কালো হয় জানিনা, ভাবনা যত ভাল?
কেন ফুরায় হঠাৎ আশা ,হঠাৎ ঘোঁচে আলো?
অধম হলেও আমায় কেন ভরিয়ে যে দাও মান!


আমি যখন তোমায় ভাবি তখন কেন অসুর
সামনে এসে কুৎসা , মোহে বিনাশ করে সুর?  
তখন হঠাৎ করুণা-সাগর ভরিয়ে তোলে জোয়ার,
মুছিয়ে যে  দেয় আমার মনের সকল ব্যথা ভার।
জগৎ ভ’রে তোমার আলো,মন করে ভরপুর!  
                    ---------