চলো আজ আলোর খেলায় মেতে উঠি।
সবুজে-সাদায় মাখামাখি ক’রে
তরতাজা হয়ে যাই।
প্রাণের বৈভব কেন হারিয়ে গেল নিরুদ্দেশ?
উদাসী বাউল আজ ঘরছাড়া হয়ে যেতে যেতে
দ্বিধাগ্রস্ত কেন?
মেঘের  মিনারে চড়ে শুভ্রতার রেণু মেখে নিয়ে
উদার আকাশে দুটো হাত মেলে ধরি।
ভীত স্বপ্ন বুকের বোতাম খুলে দিয়ে
চারিদিক দেখে নিক প্রাণ ভরে ভরে।
তরতাজা বাতাসে বুকের অলি-গলি,
রাজপথ সব ভরে যাক।
কালো নয়, আলোর মালায় জেগে প্রাণ
গান গাক দরাজ গলায়।
কেন শুধু রোজ-রোজ, রোজ-রোজ
দৈন্যতার হুঙ্কার ধ্বনি শুনে
নিশ্বাসে হতাশাগন্ধ নিয়ে
হৃৎপিণ্ডের ফল্গুস্রোত বওয়া?
তার চেয়ে নদী ভরে যাক।
পবিত্র আনন্দগানে প্রাণে-প্রাণে
উন্মাদনা জেগে
নির্মল আলোয় পৃথিবী ভরুক।
দীপাবলি হোক প্রাণবন্ত দীপাবলি।
------------