বাংলা দেশের মানচিত্র তোমার অবদান।
তোমার জন্যে বিশ্বে বাড়ল বাংলাদেশের মান।
‘বঙ্গবন্ধু’ খেতাব নিজেই ধন্য তোমায় পেয়ে।
দেশের মানুষ ধন্য হল ‘সোনার বাংলা’ গেয়ে।
দেশবাসীকে বললে ‘ আমার রক্ত, আমার ভাই!’
শেখ মুজিবর রহমান তোমার তুলনা কোথাও নাই।
জাতির পিতা বলতে গর্ব, ভরে যে যায় বুক।
তোমার কথা বললে সবার ভরে মনে সুখ।
বাংলা দেশের নদী-নালায় ফোটে যত ফুল
সবায় তোমার নামে নাচে দোদুল, দোদুল দুল।
সেরা বাঙালী থাকবে তুমি হাজার বছর ধরে।
ইতিহাসে রইলে মুখর মুক্তিযুদ্ধ করে।
উদ্দীপনা, আবেগ ছিল কণ্ঠে ছিল যাদু।
অবলীলায় মানুষ খেল দেশভক্তির মধু।
স্বাধীনতার সংগ্রাম আর মুক্তির সংগ্রাম
কোটি মানুষ নিজের ভেবে বাড়াল দেশের নাম।
‘জয় বাংলা’ অমর হল বাংলাদেশের জয়।
বঙ্গবন্ধু মুজিবর রহমান তোমার, সত্যি নেইকো ক্ষয়!
    --------