সামসুজ জামান

এখন বলব কথা শীতে কফি নিয়ে।
আসলে তো কফি নয় ‘রোমান্টিক প্রিয়ে ’।
কফি তোকে নিয়ে আমি বাঁধি নব গান।
কফি বিনা অতিথির থাকে নাক মান।
মন করে চাঙ্গা ,করে তরতাজা।
শীতে কফি পেলে মন হয় যেন রাজা।
চা-য়ে আশা মেটে বটে,(তবে) দুধের স্বাদ ঘোলে।
মন ভরে ষোলআনা কাপে কফি পেলে।
শীত কালে কফি যদি না-ই থাকে কাপে।
ঠাণ্ডা তো বেড়ে যায় ওজনে ও মাপে ।
কড়া হবে কফিটা দুধ-চিনি মেশা।  
মনে রঙ জুড়ে দেবে লাগাবে যে নেশা !
কফি ছাড়া শীতকাল সত্যিই  অচল।
কাজের কথাটা ভেবো,ভেবো নাকো ফল।
ফল হলে হতে পারে সামান্য ক্ষতি
তবে, নিশ্চিত বেড়ে যাবে জীবনের গতি।  
কফি ধ্যান,কফি জ্ঞান, কফি আমার প্রাণ।
কফি ওরে ‘তুঁহু মম শ্যাম- সমান’!  
---