যেই বসেছি শিউলিতলায়, দুটো ফুলের কুঁড়ি
মাথার ওপর পড়ল খসে’। কী মিষ্টি তার ছোঁওয়া!
সত্যি করেই মনে হ’ল তোমার দুটো ফর্সা হাতের নোওয়া।


এদিক-ওদিক চেয়ে দেখি কেউ তো দেখেনি?
কেউ কোথা নেই এই দুপুরে শুধু দুটো পাখী!
একটা যদি আমি হতাম অন্যখানা তুমি হতে নাকি?


তুমি এখন কী করছিলে? গেরস্থালীর কাজ হয়েছে সারা?
পড়ছিলে কি এই সময়ে তিলোত্তমার নতুন উপন্যাস?
এদিক পানে চেয়ে দেখো তোমায়-আমায় ডাকছে নতুন ঘাস।


দিচ্ছে বাতাস, মিষ্টি হাওয়ায় ছড়ায় ফুলের ঘ্রান।
পাব বলে তোমার দেখা একটুখানি একলা বিজনে
গুনগুনিয়ে গাইছি দেশী তাইতো আপনমনে।


তুমি আমি দুজন মিলে পাশাপাশি বসে।
মুখের ভাষা থাকবে নাকো,চোখে-চোখে অনেক কথা ক’ব।
সেদিন কি আর আসবে আবার,সেদিন কী আর সত্যি ফিরে পাব?


যেই বসেছি শিউলিতলায়, দুটো ফুলের কুঁড়ি
মাথার ওপর পড়ল খসে’। কী মিষ্টি তার ছোঁওয়া!
সত্যি করেই মনে হ’ল তোমার দুটো ফর্সা হাতের নোওয়া।
-----------