( সরকারী নতুন ব্যবস্থাপণার প্রতি অনাস্থা নয়, নিছক কৌতুক রস সৃষ্টি করে পাঠক কে আনন্দদানই উদ্দেশ্য)
   সামসুজ জামান
নতুন আইন নিয়ে এলেন প্রধানমন্ত্রী ‘মোদী’।
টাকার জন্যে বিনাশ হবে শয়তানদের গদি।
পাঁচশো এবং হাজারে নোট হঠাৎ হল অচল।
সচল করলে পড়বে ধরা কালোবাজারীর দল।
ছুটছে সবাই পাল্টাতে নোট নিজের নিজের ব্যাঙ্কে।
বিপদেতে পড়বে তারা যদি না মেলে অঙ্কে।
পাঁচশো, হাজার অচল বলে মাছের আড়ৎ বন্ধ।
চিংড়ি পচছে, ইলিশ পচছে, এখন কপাল মন্দ।
অনেক গিন্নী বিপদে পড়ল আপদ টাকা নিয়ে।
সেতো গেল, কিন্তু টাকার জন্যে ভাঙছে বিয়ে!
অনেকে গরীব, পায়না খেতে, ভাঁড়ার নাকি ফাঁকা।
তারাই ছুটছে জমা করতে লক্ষ লক্ষ টাকা!
ছেলে-বুড়ো দিচ্ছে লাইন, লাইনে গরীব-ধনী,
পেতেই হবে দু-হাজারে নোট সে যে নয়নমণি।
লাইন দিতে কেউ পাতে ইট,কেউ সারারাত জাগে।
রাগ করে কেউ ঝাল ঝাড়ছে – ভালই ছিল আগে!
এ টি এমের ঝাঁপ বন্ধ, ভাঁড়ে মা ভবানী!
নিজের টাকা নিজে পেতেই, হায়! এত হয়রানি!
কালো টাকার কারবারীরা ঘুমের ওষুধ খাচ্ছে!
আবার কপাল ভাল যাদের, টাকা আস্তাকুড়েও পাচ্ছে!
আমরা যত ছাপোষা লোক সেই সুদিনের আশায় -
পনের লক্ষ বেশীই হল, যেন পাঁচ লক্ষও পাই!
  -------------