বৃষ্টি পরে টাপুর টুপুর নদেয় এল বান -
হায়রে জাতি জাত গেল তোর,
গেল রে কুল মান!


আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে -
দেশ জুড়ে এত দাঙ্গা-লড়াই
    বুকখানা তোর তবুও ওঠেনা কেঁপে!


ইলাডিং বিলাডিং সই লো ,
কিসের খবর হইলো –
বোমা ফোটে, কামান ছোটে
কাষ্মীরে পাকিস্তান আইলো!


আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে,
ঢাক মৃদঙ্গ  ঝাঁজর বাজে –
লাখে লাখে সৈন্য নিয়েও
লাগছে না ভাই কোন কাজে!


রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেঁকশিয়ালির বিয়ে হচ্ছে –
সীমান্তের ওই ওপারে এসে ওরা
বিস্ফোরক আর টাকা ছড়াচ্ছে!


দোল দোল দুলুনী,
রাঙ্গা মাথায় চিরুনী –
ভারতবাসীর রক্ত ঠাণ্ডা, ধরল নাকি ঝিমুনি!


বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে –
যুদ্ধ নয়রে শান্তি চাই,
আমরা যে এক একজন ‘বাপু’ রে!


হাট্টিমাটিম টিম,
তারা মাঠে পাড়ে ডিম –
আমরা সবাই সত্যবাদী যুধিষ্ঠির, অর্জুন, ভীম!


রামগরুড়ের ছানা, হাসতে তাদের মানা –
অকেজো, দুর্বল, ভীরু বললে
আমরা মানব না না, না না!
    --------