অবাক লাগে তবুও তুমি দেশপ্রেমিক!
তুমি কি পারবে সীমান্তে যেতে?
জীবনের মায়া ত্যাগ করে,
দেশের জন্য লড়তে?
সংসারের মায়াজালে বন্দি তুমি!
বাঁচার তীব্র লিপ্সা তোমাকে দেয় পিছুটান!
মায়ার টানে তাই প্রতিপদে পিছু লও,
তুমি সীমান্তে লড়তে পারবে না।
তুমি দেশের জনগণ কিন্তু সেনা নও!


অবাক লাগে তবুও তুমি দেশপ্রেমিক!
দেশভক্তি তোমার শিরায় শিরায়,
শহীদের শোকসভায় যে শুধু অশ্রু ঝড়ায়!
গাইতে থাকে প্রশংসার মিষ্ট গীতিকথা।
আর শহীদের বীরত্বের শত জয়গাঁথা।
যেন জ্বলে ওঠে তোমার দু'টো আঁখি,
প্রতিশোধের তীব্র লেলিহান শিখায়!


অবাক লাগে তবুও তুমি দেশপ্রেমিক!
রেখেছো কি খবর? দিয়েছো কি সম্মান?
নিজ গাঁয়ের সেনার পরিবারের।
ছিলে কি তুমি তাঁর পাশে?
যে সেনা আজ শহীদের বেশে!
ছিলেনা তো পাশে, তীব্র প্রয়োজনে,
দিয়েছো কি তাদের একটু সহায়তা?


অবাক লাগে তবুও তুমি দেশপ্রমিক!
ব্যর্থ তুমি দেশপ্রেমে অজ্ঞ তুমি দেশভক্তির অর্থে,
না বোঝার ভান করে ব্যস্ততার আড়ালে,
নিজেকে লুকিয়েছো বারবার!
মায়া ত্যাগ করে পাষাণ হৃদয়ে,
আমাদের সেনা আজ গৃহছাড়া,
শুধু তোমার আমার স্বার্থে!


অবাক লাগে তবুও তুমি দেশপ্রেমিক!
দেশপ্রেম থাকুক জেগে,মনে নিয়ে বল দেহে শক্তি!
তোমার উদাসীনতায় সেনাও আজ অসহায়,
তাই আক্ষেপের সুরে সেনার বাক্যে দেশভক্তি,
"অজ্ঞতা আর মুখোশের আড়ালে থাকে যে,
সে কি বুঝবে কোনোদিন?
যে জন দেশের সেবায় দেয় আত্মবলিদান!
তবে তুমিও দেশপ্রেমিক কিয়দংশ তার সমান,
যদি দাও তাঁর পরিবারকে ভালোবাসা আর সম্মান!"