তন্দ্রাহারা দুপুর সারা
হারিয়ে ফেলি দূর কিছুতে,
মনের ভুলেই
আকাশ পানে মুখটি তুলে হাঁটতে গিয়ে
হোঁচট লাগে;
ভাবনা বলে,
ও কিছুনা ফিরবো না আর সেই পিছুতে!
সন্ধ্যা নামার খানিক আগে
গাছগুলো সব ঝিমিয়ে পরে,
পাখপাখালি গাছকুঠুরির বুকপাঁজরে ঘুমিয়ে থাকে চুপটি করে।
অন্ধকারে চলতে দিয়ে শঙ্কিত হই,
দূর অজানায় বলতে গিয়ে শঙ্কিত হই,
ফিরবো না আর সেই পিছুতে।