যে মাটির ঘ্রাণে আছে জননীর মমতা
ভালবাসা দিও তারে প্রিয়তমা কবিতা,
সোনালী সকালবেলা ছুঁয়ে যায় সবিতা
আড়াল থেকে দেখে সুমহান বিধাতা।


যে মাটি অবিরাম সোহাগ-আদরে ভাসে
সোনালী ধানের শীষে স্বপ্ন রয়েছে মিশে,
সবুজ ছায়া ঘেরা হিমেল হাওয়ার দেশে
শিশির ঘুমিয়ে আছে মাদুরের মত ঘাসে।


নদীর উর্মি জুড়ে চাঁদের জোছনা খেলে
শত পাখি কত সুরে হৃদয়ের কথা বলে,
অলিরা মধু শুষে ফুল থেকে ফুলে ফুলে
পুলকিত করে নিশি জোনাকিরা জ্বোলে।


কোকিলের কুহুতানে ফাগুনে ছন্দ আনে
প্রিয়জন মুচকি হাসে বধুয়ার অভিমানে,
আনন্দ ছুঁয়ে যায় রজনীর পালা গানে
সুখের পরশ লাগে নবীন যুবার প্রাণে।


নবান্নের উৎসবে কিষান-কিষানী মাতে
শুভ’র স্বপ্ন দেখে ফসলের গোছা হাতে,
প্রেমের প্রহর কাটে মধুর চাঁদনী রাতে
অমিয় কবিতা হাসে অনিন্দ্য প্রভাতে।