মেঘ তো লাগবেই, আসবেও ঝড়;
নামবে মুষলধারায় বৃষ্টি অঝোর,
কখনো কখনো সুনামী আসবে ধেয়ে
ভাসাবে মাঠ-ঘাট, শহর-নগর।


তাই বলে কি ভুলে যাব ঠিকানা!
বেঁচে যদি থাকি, দাঁড়াবো আবার;
গড়বো নতুন করে সীমানা প্রাচীর,
নবরূপে বানাবো ঘর-দোর-সংসার।


বনানীর সাথে করবো মিতালী,
সবুজের সাথে গাইবো রাসুলে-নাত;
আরশি নগরের পড়শির সাথে
আবার মিলাবো আমি বিশ্বাসী হাত।


বেলালের আজানের পাই যদি ঘ্রাণ
আবার উড়াবো আমি বিজয় নিশান,
রাসুলের পথে আমি অবিচল থেকে
আঁকড়ে ধরবো মহান খোদার বিধান।