যতই মূর্খ বলো না, দুঃখ নেই;
সত্যের সাথে নয় দর কষাকষি,
স্বপ্ন-টপ্ন নিয়ে নেই মাথা ব্যথা
মুক্তির ছায়াতলে চলো না বসি।


ও মন লোভ করো না প্রলোভনে
সুযোগ পেলেই মোহ করবে গ্রাস!
ছলা-কলা দেখিয়াও থেকো অটল
আরশিল আজিমে রাখিও বিশ্বাস।


আগেই ধোঁকা খেলেন আদম(আঃ)।
বাধা তো আসবেই, এটাই নিয়ম;
ভুলিয়ে দিতে পারে মহা শয়তান!
মন কে শক্ত করে বাঁধবো প্রথম।


আমিতো ক্ষুদ্র মানুষ, অতি সাধারণ;
তাইতো শক্তি চাই মহান প্রভুর কছে,
ভুল করিয়া যেন আমি না হারাই পথ,
সত্যপথে অবিচল থাকার ইচ্ছে আছে।