আমাদের ধর্ম, আমাদের দেশ,
আমাদের সমাজের কাছে আমরা দায়বদ্ধ।
আমাদের ধর্ম বিশ্বাস, আমাদের দেশপ্রেম,
আমাদের সমাজের শৃঙ্খলার প্রশ্নে আমরা আপোষহীন।


সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে এদেশের প্রতিটি নাগরিক
সুশিক্ষিত এবং স্বশিক্ষিত শ্রেষ্ঠতম সিপাহী।
শত উস্কানির মুখেও যারা হিমালয়ের মত অটল, নির্ভীক।


মিথ্যা অপবাদেও সুউচ্চে রবে সত্য ,
কোন প্রকার ষড়যন্ত্রের কাছে মাথা নত করা নয়,
এটাই বাংলাদেশ; যার জন্ম হয়েছে রক্তস্নাত বদ্বীপে।


কোনটা গুজব, কোনটা চক্রান্ত আমরা জানি,
আমরা বুঝি কার মাঝে দোদুল্যমানতা তোলে ঝড়!
কাদের দুর্বলতা কতটুকু ক্ষতিকর, এ কথাও আজ অস্পষ্ট নয়।


এ জাতি কখনো অকৃতজ্ঞ নয়;
যার যা অবদান, পেয়েছে প্রতিদান, আছে প্রমাণ,
কেই বা চায় তার আপন স্বার্থের শর্তহীন বিসর্জন!


আমাদের মাঝে মতানৈক্য আছে, মতবিরোধ আছে, থাকবে;
তাই বলে স্বাধীনতার প্রশ্নে আমরা বিচ্ছিন্ন নই,
এক ইঞ্চি মাটির জন্যও কোন আপোষ নয়;


একাত্তর এখনো হয়ে আছে তারই জ্বলন্ত প্রামাণিক ইতিহাস।