কল্পবিলাসী প্রেমীর জীবনের গল্প-
ছড়িয়ে দিয়েছে নেশা! বেশি নয় অল্প!
তাতেই হয়েছে নাশ, নেই লাজ-লজ্জা!
পরকীয়া আজ তাই মানুষের সজ্জা!


কতশত অজুহাতে আহারে কি তৃপ্তি!
ছড়িয়ে দিয়েছে যেন, ভাবে তারা দীপ্তি!
নগ্নতা করেছে গ্রাস! পরাজিত সত্য!
অসাধুতা বিকশিত! বাজি খেলে মর্ত!


আর নয় প্রহসন, অবনী অসুস্থ!
শয়তানের ইচ্ছায়, কেন হবে দুঃস্থ?
শুদ্ধতার আহবানে সত্য করে জয়,
সততার প্রয়োজনে, মন্দ আর নয়।


এ দেশটা আমাদের, এসো ভালোবাসি,
নান্দনিক পরিবেশে প্রাণ খুলে হাসি।