টুকরো টুকরো স্মৃতি
বিনি সুতোয় গাঁথি,
এ যদি কবিতা হয়
হৃদয়ে ভরে রাখি।


শিশিরে ধোয়া রোদ
পাখিরা করে আমোদ,
সে গাঁয়ের সরলতা
সারা গায়ে মাখি।


আকাশে উদাসী মেঘ
হিমেল বায়ুর বেগ-
আবেগ ছড়ায় প্রাণে
করে ছল্ ছল্ আঁখি।


রাতের আঁধারে চাঁদ
মিটায় মনের সাধ,
কত কথা মনে পড়ে
ফিরে ফিরে দেখি।


এর নাম সুখ হলে
নিত্য জড়াবো গলে,
সবটুকু প্রেম দেবো
সোহাগের পাখি।