অকাল শ্রাবণে হাসে না রোদ
আকুতি শোনে না অবাধ্য ক্রোধ!
মদিরার নেশায় হারালো বোধ
এ কেমন প্রতিশোধ!


মায়ের গর্ভে শিশু হয় বধ!
জনতার সাথে কেন বিরোধ?
এ কেমন নীতি, এ কি দোহদ?
এ কেমন প্রতিশোধ!


অসহায় জনে কত অবোধ
কেউ নেই ভূমে দেয় প্রবোধ,
উদয় হবে কি আর সুবোধ?
এ কেমন প্রতিশোধ!


এই জনপদ নয় নিরাপদ!
জিঘাংসা মানে না কোন নিরোধ,
হে মহান প্রভূ কর প্রতিরোধ;
এ কেমন প্রতিশোধ!